যাত্রাবিরতিতে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট এখন নিউইয়র্কে আছেন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রও কাগজে-কলমে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা দিলেও তারা দ্বীপটিকে নানা ধরণের সামরিক সরঞ্জাম দিয়ে সমর সজ্জায় সজ্জিত করছে দীর্ঘ দিন ধরে।
নিউ ইয়র্কে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, তাদের দ্বীপটি নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ, তাইওয়ান প্রণালি শান্তিপূর্ণ থাকলে গোটা বিশ্বই শান্তিপূর্ণ থাকবে।
তিনি বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। কর্তৃত্ববাদের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় পাবেন না, পিছপা হবেন না। তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আমাদের অবশ্যই সাহসী ও শক্তিশালী হতে হবে।’
উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানিয়েছে চীন। বেইজিং তাকে একজন ঝামেলা সৃষ্টিকারী বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে। গতকাল চীনের পক্ষ থেকে বলা হয়েছে, লাইয়ের এই সফরের সমুচিত জবাব দেওয়া হবে।
তাইওয়ানে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী লাই।#
342/